আগরতলা, ২০ নভেম্বর (হি.স.)৷৷ প্রতি বছরের মতো এ-বছরও ছট পূজায় অংশ নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সস্ত্রীক আজ তিনি আগরতলার খেজুরবাগান এলাকায় পূজা দিয়েছেন৷ সকলের মঙ্গল কামনা করেছেন তিনি৷
এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে ছট পূজায় অংশ নিচ্ছি৷ ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় এবারও পূজা দিয়েছি৷ তিনি বলেন, পুরো পরিবারের মঙ্গল কামনায় মা-বোনেরা ছট পূজায় অংশ নেন৷
তাঁর কথায়, কোভিড অতিমারীতে লড়াই করছেন সকলেই৷ তাই, ত্রিপুরায় সুস্থতার হার ৯৬ শতাংশের অধিক পৌঁছে গিয়েছে৷ তবে, এখনই অসতর্ক এবং অসাবধানতা হলে চলবে না৷ তিনি বলেন, নিজেকে সর্বদা পরিষ্কার রাখতে হবে৷ কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷