BRAKING NEWS

বাড়ছে করোনার প্রকোপ, টরোন্টোতে সোমবার থেকে ২৮-দিনের লকডাউন

টরোন্টো, ২১ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পুনরায় লকডাউন লাগু হতে চলেছে কানাডার বৃহত্তম শহর টরোন্টোতে। টরোন্টো ছাড়াও আগামী সোমবার, ২৩ নভেম্বর থেকে লকডাউন লাগু করা হবে টরোন্টোর পীল অঞ্চলে। ২৩ নভেম্বর থেকে লকডাউন লাগু থাকবে পরবর্তী ২৮ দিন। অন্টারিও প্রিমিয়ার ডাউগ ফোর্ড ঘোষণা করেছেন, ‘পরিস্থিতি ভীষণ খারাপ ও উদ্বেগজনক, তাই পুনরায় পদক্ষেপ নেওয়া দরকার। ২৩ নভেম্বর, সোমবার থেকে টরোন্টো ও পীল-এ লকডাউন বলবৎ করা হবে।’

২৮ দিনের লকডাউনে বাড়ির বাইরে, বিয়ে অথবা শেষকৃত্যে ১০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। বাড়ির ভিতরে ব্যক্তিগত জমায়েত নিষিদ্ধ। বন্ধ থাকবে সেলুন, ব্যামাগার প্রভৃতি। তবে, স্কুল খোলা থাকবে। রেস্তোঁরা এবং অপ্রয়োজনীয় স্টোরগুলি শুধুমাত্র পিকআপ এবং ডেলিভারির জন্য খোলা থাকবে। উল্লেখ্য, কানাডায় শুক্রবার পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ১১,২৭৩ জনের প্রাণ। আক্রান্তের সংখ্যা ৩১৭,০০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *