BRAKING NEWS

সংঘ পরিবারকে আক্রমণ ওয়েইসির

হায়দ্রাবাদ, ২১ নভেম্বর(হি.স.): সংঘ পরিবারকে তোপ এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসির। শনিবার টুইট করে তিনি লেখেন, এদের মতে মুসলিমদের রাজনীতিতে অংশ নেওয়ার অধিকার নেই।

শনিবার টুইটারে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি লেখেন, হিন্দুত্ববাদ দাঁড়িয়ে রয়েছে কেবল একটি সম্প্রদায়ের হাতে সমস্ত ক্ষমতা থাকবে এদের উপর। এদের মতে মুসলিমদের রাজনীতিতে অংশ নেওয়ার অধিকার নেই। আমরা সংঘের এই মতবাদকে চ্যালেঞ্জ করে আগামী দিনে সংসদ ও বিধানসভা উপস্থিতি বজায় রাখতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের উৎযাপিত হবে। বিহার নির্বাচনে ভাল ফলাফলের পরেই ওয়েইসির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিহার বিধানসভার নির্বাচনে ৫টি আসনে জিতেছে মিম। তার পরেই মিম নেতা ওয়েইসির নজরে রয়েছে বাংলা। বিহার ভোটের ফলাফল বেরনোর পরেই তিনি জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী দিতে চলেছে তাঁর দল। এ রাজ্যের বিহার ঘেঁষা উত্তরবঙ্গের কিছু জেলা ও দক্ষিণ ২৪ পরগনা নজরে রয়েছে মিমের। এমন পরিস্থিতি সংঘ পরিবারকে দুষলেন হায়দ্রাবাদের এই সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *