BRAKING NEWS

ভারত ও ভুটানের মধ্যে অনন্য সম্পর্ক বিশ্বের কাছে উদাহরণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): ভারত ও ভুটানের মধ্যে অনন্য সম্পর্ক শুধুমাত্র দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, সমগ্র বিশ্বের কাছে উদাহরণ। শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, প্রতিটি ভারতীবাসীর মতো আমারও ভুটানের প্রতি বিশেষ ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভার্চুয়ালি ভুটানে দ্বিতীয় পর্যায়ে রূপে কার্ড-এর সূচনা করছেন। শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রসংশা করে ভুটানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘অতিমারী মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব প্রসংশনীয়। আমি নিশ্চিত মহামারী কাটিয়ে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। ভ্যাকসিন প্রস্তুতে ভারতের নেতৃত্বে আশার আলো দেখছে সবাই। ভুটানের জন্য ভ্যাকসিন সরবরাহে আশ্বাসের জন্য আপনি (নরেন্দ্র মোদী) এবং আপনার সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।’


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে বলেন, প্রতিটি ভারতীয়ের মতোই আমারও ভুটানের প্রতি বিশেষ ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে। আপনার সঙ্গে ( ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং) যখনই দেখা করি, তখন ভীষণ ভালো লাগে। ভারত ও ভুটানের মধ্যে অনন্য সম্পর্ক শুধুমাত্র দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, বিশ্বের কাছে সেরা উদাহরণ। আমি জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছি যে, ভুটানে ইতিমধ্যেই ১১,০০০ সফল রূপে লেনদেন হয়েছে। করোনা না হলে এই সংখ্যা আরও বেশি হত। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী বছর ইসরোর সাহায্যে ভুটানের স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কাজ দ্রুততার সঙ্গে হচ্ছে, এজন্য আমি আনন্দিত। এজন্য ডিসেম্বরে ভুটানের চারজন মহাকাশ ইঞ্জিনিয়ার ইসরোতে যাবেন, তাঁদের আমার অভিনন্দন। ভারত সম্প্রতি প্রাইভেট উদ্যোগের জন্য স্পেস সেক্টরকে উন্মুক্ত করেছে। এর ফলে ক্ষমতা, উদ্ভাবন ও দক্ষতা উৎসাহ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *