BRAKING NEWS

বলিভিয়ায় নতুন ভাইরাল সংক্রমণ, বিশ্বজুড়ে আতঙ্ক

বলিভিয়া, ১৮ নভেম্বর (হি. স.) : করোনা আতঙ্কের মাঝেই নতুন এক ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে বলিভিয়ায় ।  এই ভাইরাল সংক্রমণ এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে। সংস্পর্শে এলেও হতে পারে সংক্রমণ। জ্বরজারি, বমি, মাড়ি থেকে রক্তপাত, গায়ে ব্যথা, পেটে ব্যথা এই সংক্রমণের প্রাথমিক উপসর্গ। এই নতুন সংক্রমণের খবর গোটা বিশ্বজুড়েই আতঙ্কের সৃষ্টি হয়েছে।তথ্য মতে,  ইবোলার মতোই  জ্বরের উপসর্গ তৈরি করে এই ভাইরাসটি। ২০০৪ সালে খুব ছোট পরিসরে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। বলিভিয়ার উত্তরে লা পাজ প্রদেশের ছাপারে অঞ্চলে এই ভাইরাল সংক্রমণ শুরু হওয়ার কারণে এই ভাইরাসকে ছাপারে ভাইরাসও বলা হচ্ছে। গার্ডিয়ানের রিপোর্টে প্রকাশিত হয়েছে ২০১৯ এ এই ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। লা পাজ শহরের স্বাস্থ্যকেন্দ্রটিতে তিনজন স্বাস্থ্যকর্মী তাঁদের সংস্পর্শে আসেন। ওই দুই রোগীর মধ্যে একজন, এবং তিন স্বাস্থ্যকর্মীর মধ্য দুজনের মৃত্যু হয়েছে। এই তথ্য সামনে আসতেই ছড়িয়েছে আতঙ্ক। সিডিসি-র এপিডেমিওলজিস্টরা বলছেন, বডি ফ্লুইডের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *