BRAKING NEWS

কঙ্গনা ও রঙ্গোলিকে সমন মুম্বই পুলিশের, ২৩-২৪ নভেম্বর হাজিরার নির্দেশ

মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.): ভাইয়ের বিয়ের কারণে দু’বার মুম্বই পুলিশের সমন এড়িয়েছেন কঙ্গনা রানাউত ও তাঁর বোন রঙ্গোলি চান্দেল। তাই নতুন করে এই দুই বোনের জন্য সমন জারি করল মুম্বই পুলিশ। ২৩-২৪ নভেম্বর বান্দ্রা থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কঙ্গনা ও রঙ্গোলিকে। মুম্বই পুলিশ সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্যের মাধ্যমে দু’টি গোষ্ঠীর মধ্যে ধর্মীয় উত্তেজনার ছড়ানোর দায়ে অভিযুক্ত কঙ্গনা ও রঙ্গোলি। ভারতীয় দণ্ডবিধির ১২৪ (এ), ১২১, ১২১ (এ), ১২৪, ১৫৩(এ), ১৫৩(বি), ২৯৫(এ), ২৯৮ এবং ৫০৫ নম্বর ধারায় কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাই পুনরায় সমন পাঠিয়ে আগামী ২৩ নভেম্বর কঙ্গনাকে ও ২৪ নভেম্বর রঙ্গোলি চান্দেলকে বান্দ্রা থানায় হাজিরার নির্দেশ দিয়েছে মু্ম্বই পুলিশ।

গত কয়েক সপ্তাহ ধরে কঙ্গনা রানাওয়াতের পরিবারে বিয়ের হিড়িক লেগেছে। পর পর তাঁর দুই ভাই বিয়ের পর্ব সারল। অক্টোবরে তুতো ভাইয়ের বিয়ের পর, সদ্যই উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং সম্পন্ন হল কঙ্গনার নিজের একমাত্র ভাই অক্ষতের। ভাইদের বিয়ের অনুষ্ঠানের জেরেই এর আগে দু’বার মুম্বই পুলিশের সমন এড়িয়ে গিয়েছেন কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেল। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ধর্মীয় উত্তেজনার ছড়ানোর অভিযোগে বান্দ্রা মেট্রোপলিটন আদালতের নির্দেশে মুম্বই পুলিশ গত মাসে কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে দেশদ্রোহীতা-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করে। কাস্টিং ডিরেক্টর তথা ফিটনেস ট্রেনার মুন্নাওয়ার্লি সৈয়দের পিটিশনের শুনানিতে কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে এফআইআর দায়েরর নির্দেশ দিয়েছিল আদালত। এই মর্মে প্রথমে ২৬ ও ২৭ অক্টোবর বান্দ্রা থানায় হাজিরা দিতে বলা হয়েছিল কঙ্গনা ও রঙ্গোলিকে, তবে আইনজীবী মারফত তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই সমন এড়িয়ে যান। এরপর গত ১০ নভেম্বর কঙ্গনাকে মুম্বই পুলিশের সামনে হাজিরা দিতে বলা হয়েছিল সমন জারি করে। কিন্তু, সেই সময় ভাইযের বিয়ের জন্য উদয়পুরে ছিলেন নায়িকা। অবশেষে আগামী ২৩ নভেম্বর ও ২৪ নভেম্বর কঙ্গনা ও রঙ্গোলিকে বান্দ্রা থানায় উপস্থিত হতে বলা হল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *