BRAKING NEWS

জনাদেশ নীতীশ কুমারের বিরুদ্ধে গিয়েছে, ফের কটাক্ষ মনোজ ঝা এর

পাটনা, ১৫ নভেম্বর (হি. স.): বিধানসভা নির্বাচনের পরও তীব্র রাজনৈতিক তরজা অব্যহত বিহারজুড়ে। রবিবাসরীয় সকালে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন বর্ষীয়ান আরজেডি নেতা তথা রাজ্যসভার সংসদ মনোজ ঝা। জনাদেশ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে গিয়েছে। বিহার এর পরিপূরক স্বতঃস্ফূর্তভাবে বেছে নেবে বলে জানিয়েছেন তিনি। এদিন মনোজ ঝা দাবি করেছেন, কি করে মাত্র ৪০টি আসন পেয়ে একজন মুখ্যমন্ত্রী হতে পারেন? জনাদেশ নীতীশ কুমারের বিরুদ্ধে গিয়েছে। তার ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে।

নীতীশ কুমারের পরিপূরক বিহারবাসী স্বতঃস্ফূর্তভাবে বেছে নেবে। হয়তো এর জন্য আগামী দশদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাস লাগতে পারে। বিজেপি ৭৪টি আসন জিতলেও তাদের কোন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। এমনকি নিজেদের দলের মধ্যে তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ খোঁজার ক্ষেত্রে অনীহা দেখিয়ে এসেছে। আগামী দিনে এই সত্যের ওপর থেকে পর্দা খসে পড়বে। মাত্র ৪০টি আসন পেয়ে মুখ্যমন্ত্রীর পদে বসার স্বপ্ন দেখছেন নীতীশ কুমার। আর সেই স্বপ্নের চিত্রনাট্য রচনা করে চলেছে বিজেপি।
 উল্লেখ করা যেতে পারে সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে ৭৪ আসনে, জে ডি ইউ ৪৩ আসনে জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *