BRAKING NEWS

বায়ু দূষণে হাঁসফাঁস রাজধানী দিল্লি

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি. স.): দীপাবলির পর প্রথম রবিবাসরীয় সকালে বায়ুদূষণে হাঁসফাঁস রাজধানী দিল্লি। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির তরফ থেকে জানানো হয়েছে ধোঁয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছে সিভিল লাইন, গীতা কলোনি, আইএসবিটি এলাকায়। রাজধানীর আনন্দ বিহার এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পিএম ২.৫ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮১, ইন্দিরা গান্ধী বিমানবন্দর চত্বরে এর পরিমাণ ৪৪৪, আইটিও- তে ৪৫৭, লোধি রোডে ৪১৪।

এর থেকে প্রমাণিত দিল্লির বাতাসে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। আতশবাজি এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও শনিবার রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকার সিংহভাগ অঞ্চলে এই বিধি মানা হয়নি। ফলে পরিস্থিতি বায়ুদূষণে ভয়াবহ আকার ধারণ করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *