বিহারে এনডিএ জোটের পরিষদীয় নেতা নির্বাচিত হলেন নীতীশ কুমার

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি. স.): বিহার বিধানসভার এনডিএ জোটের পরিষদীয় নেতা নির্বাচিত হলেন নীতীশ কুমার।


 রবিবার পাটনার ১ নম্বর অ্যানি মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে এনডিএ জোটের বৈঠক বসে। নবনির্বাচিত বিধায়করা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিহার বিধান পরিষদের সদস্যরাও। বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্থান আওয়াম মোর্চার নেতা জিতেন রাম মাঝি, বিকাশ শীল ইনসান পার্টির সভাপতি মুকেশ সাহানি, বরিষ্ঠ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ, ভূপেন্দ্র যাদব, রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এন ডি এ পরিষদীয় নেতা হওয়ায় সহজেই মুখ্যমন্ত্রী হতে পারবেন নীতীশ কুমার।