নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ বিশালগড় এর কইয়াঢেপা এলাকায় এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় জড়িত লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম সমীর দাস৷ ঘটনার বিবরণে জানা যায় এক অসুস্থ মহিলাকে ধর্ষণ করে৷ ধর্ষণের পর মহিলাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল ওই লম্পট৷ ধর্ষণের পর থেকে মহিলা ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকেন৷
বিষয়টি ওই মহিলা তার স্বামী এবং এলাকার লোকজনকে জানান৷ এ বিষয়ে এলাকায় সালিশি সভা অনুষ্ঠিত হয়৷ সালিশি সভায় অভিযুক্ত সমিরদাস ঘটনার দায় অস্বীকার করে৷ তখন উত্তেজিত জনতা তাকে আটক করে বেদম প্রহার করেন৷ তাকে আটকে রেখে গাছের সাথে বেঁধে রাখা হয় এবং পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তের কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন এলাকার জনগণ৷

