BRAKING NEWS

জল সংরক্ষণের পক্ষে সওয়াল উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি. স.): জল সংরক্ষণের পক্ষে জন আন্দোলনের ডাক দিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। বুধবার তিনি জানিয়েছেন অবিলম্বে পানীয় জলের অপচয় নিয়ে সচেতন না হলে আগামী দিনে জলের অভাব তীব্র আকার ধারণ।

ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড সেরিমনির দ্বিতীয় সংস্করণে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি স্বচ্ছ ভারত প্রকল্পের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন স্বচ্ছ ভারত গণ আন্দোলনে পরিণত হয়েছে। ঠিক একইভাবে জলের অপচয় বন্ধ করার লক্ষ্যে এর অভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। পানীয় জলের সম্পদ যে পৃথিবীতে অনন্ত কাল ধরে থাকবে এমনটা ভাবা একান্ত ভুল। ভারতের মতন বড় দেশে জনগণের অংশগ্রহণ ছাড়া কোন কিছুই সম্ভব নয়। দেশজুড়ে যে জলশক্তি অভিযান চলছে তার মূল লক্ষ্য হচ্ছে জল সংরক্ষণ নিয়ে জন আন্দোলন গড়ে তোলা। মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়ে জল সংরক্ষণের বিষয়ে সচেতন করায় এই প্রকল্পের মূল লক্ষ্য। পৃথিবীতে মিষ্টি জলের তিন শতাংশের কেবল মাত্র ০.৫ শতাংশ পানীয় জল। তাই জীবনশৈলীর পরিবর্তন করে জল সংরক্ষণ এবং জলের ব্যবহার যুক্তিপূর্ণভাবে করার প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে জলে প্রতিটা ফোটা কে বাঁচানো একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *