BRAKING NEWS

বিহারের ৭ লক্ষেরও বেশি ভোট নোটায় পড়েছে : নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): বিহার বিধানসভা নির্বাচনে জোর টক্কর বিজেপি- জেডিইউ এনডিএ জোটকে দিয়েছে তেজস্বী যাদব। যদিও রাজ্যের বৃহত্তম দল হওয়া সত্বেও কংগ্রেসের কারণে ক্ষমতা থেকে অনেক দূরে আর জে ডি।  এরই মাঝে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো রাজ্যের সাত লাখের বেশি মানুষ নোটা (কোন প্রার্থীকে নয়) ভোট দিয়েছে। 

 জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বিহারের ৭, ০৬, ২৫২ জন ভোটার নোটায় ভোট দিয়েছে। রাজ্যজুড়ে যত ভোট পড়েছে তার ১.৭ শতাংশ ভোট নোটায় পড়েছে। এবারের নির্বাচনে বিহারের ৭.৩ কোটি কোটি মানুষ ভোট। শতাংশের নিরিখে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্বাচনের সময় নোটার ব্যবস্থা করে জাতীয় নির্বাচন কমিশন। যে সকল জনগণ মনে করেন যে তাদের উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক দলই কাজ করতে পারেনি তারা চাইলে অনায়াসে নোটায় নিজেদের ভোট দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *