১লা ডিসেম্বর থেকে শুরু হবে দশম ও দ্বাদশের ক্লাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ আগামী ১লা ডিসেম্বর থেকে সুকলে শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন৷ সাথে ওই দিনই খোলা হচ্ছে সাধারণ ও প্রযুক্তির ডিগ্রি কলেজগুলি৷ সোমবার বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষা বিষয়ক হাই পাওয়ার কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধ মেনে সুকল কলেজে পঠন পাঠন শুরু করা যায় এই নিয়ে আলোচনা হয়েছে৷ জানা গিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ১লা ডিসেম্বর থেকে সুকলে পঠন পাঠনে অংশ নিতে পারবে৷ এক্ষেত্রেও অভিভাবকদের সম্মতিপত্র নিতে হবে৷ তবে, সুকলের রুটিন সুকল কর্তৃপক্ষকেই তৈরি করতে হবে৷ কলেজ খোলার ক্ষেত্রে একই ভাবে রুটিন তৈরি করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি৷ আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি কলেজে ভর্তি পক্রিয়া সম্পন্ন করতে হবে৷ দীপাবলির পর এই সমস্ত বিষয়গুলি নিয়ে পূনরায় হাই পাওয়ার কমিটি বৈঠকে বসবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *