BRAKING NEWS

গ্রাম, গরিব ও কৃষক আত্মনির্ভর অভিযানের বৃহৎ স্তম্ভ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): গ্রাম, গরিব ও কৃষকরা হলেন আত্মনির্ভর অভিযানের বৃহৎ স্তম্ভ। তাঁরাই এই অভিযানের সবথেকে বড় লাভ্যার্থী। সোমবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সিং মারফত উত্তর প্রদেশের বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিল্যানাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত প্রকল্পের সর্বমোট ব্যয় ৬১৪ কোটি টাকা। এদিন প্রধানমন্ত্রী বলেন, গ্রাম, গরিব ও কৃষক আত্মনির্ভর অভিযানের সবথেকে বড় স্তম্ভ এবং লাভ্যার্থী। সম্প্রতি যে কৃষি সংস্কার হয়েছে, তার ফলে কৃষকদের সরাসরি উপকার হবে। বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিল্যানাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের জন্য সেখানকার নাগরিকদের অভিনন্দন। বারাণসীতে যে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, তার সুফল পাচ্ছেন সেখানকার জনগণ। এটাই বারাণসীতে সামগ্রিক উন্নয়নের উদাহরণ। প্রধানমন্ত্রী আরও জানান, ৬ বছর আগে বারাণসী থেকে প্রতিদিন ১২টি বিমান চলাচল করত, এখন ৪ গুণ বেশি, বর্তমানে বারাণসী থেকে মোট ৪৮টি বিমান চলাচল করে। যোগাযোগের উন্নতি হওয়ায় বারাণসীতে জনগণের আগমন বাড়ছে।  


প্রধানমন্ত্রী বলেন, বারাণসীতে যোগাযোগ বৃদ্ধি সর্বদা সরকারের অগ্রাধিকার ছিল। রাস্তা জ্যামের কারণে কাশীর জনগণ ও পুণ্যার্থীদের যাতে সময় নষ্ট না হয়, সেই জন্য নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে। বিগত ৬ বছরে বেনারসে স্বাস্থ্য নিয়েও নজিরবিহীন কাজ হয়েছে। কৃষি বিলের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম, গরিব ও কৃষক আত্মনির্ভর অভিযানের সবথেকে বড় স্তম্ভ এবং লাভ্যার্থী। সম্প্রতি যে কৃষি সংস্কার হয়েছে, তার ফলে কৃষকদের সরাসরি উপকার হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন ‘লোকালের জন্য ভোকাল’-এর পাশাপাশি ‘লোকাল ফর দিওয়ালি’ মন্ত্রও চারিদিকে শোনা যাচ্ছে। প্রতিটি নাগরিক যখন গর্বের সঙ্গে স্থানীয় সামগ্রী কিনবেন, নতুন নতুন মানুষদের কাছে এই বার্তা পৌঁছবে, আমাদের স্থানীয় প্রোডাক্ট কতটা ভালো, এই কথা অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *