সূর্যমনিনগরে মহিলার সোনার চেনই ছিনতাই, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ আমতলী থানা এলাকার সূর্যমনি নগর কাছারী এলাকা থেকে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করেছে ছিনতাইকারীরা৷ সংবাদ সূত্রে জানা গেছে বিশালগড়ের মোরা বাড়ির এক মহিলা তার উপরে সঙ্গে সুকটিতে করে আগরতলা আসিলেন৷সুকটি টি আমতলী থানা এলাকার সূর্যমনি নগর কাছারী এলাকায় এসে পৌঁছলেন দুই যুবক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা করে৷


মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ ছিনতাইকারী দুই যুবককে তারা হাতেনাতে পাকড়াও করেন৷ উত্তেজিত জনতা তাদেরকে গণপ্রহার করেন৷ ক্ষুব্দ জনতার গণপ্রহারে ওই দুই যুবক আহত হয়৷ তাদের কাছ থেকে মহিলার চেনটিও উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে ছিনতাই করে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷


উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷এদিকে রাজ্য পুলিশের তরফ থেকে যখন দাবি করা হচ্ছে রাজ্যে অপরাধপ্রবণতা অনেকটাই কমেছে ঠিক তখনই চুরি ছিনতাইয়ের ঘটনা পুলিশের এই দাবিকে প্রশ্ণ চিহ্ণে তুলেছে৷