BRAKING NEWS

বাইডেনের জয়ে উচ্ছ্বসিত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়া তারকারা

নিউইয়র্ক, ৮ নভেম্বর (হি.স.) : ইতিহাস গড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাইডেনের জয়ে উচ্ছ্বসিত দেশটির ক্রীড়াঙ্গনের তারকারাও।  বাইডেনের জয়ের পর উচ্ছ্বাস প্রকাশে টুইটার, ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন লে ব্রন জেমস, ম্যাজিক জনসন ও মেগান র‍্যাপিনোয়ের মত তারকা খেলোয়ারেরা।


মার্কিন বাস্কেটবল তারকা লে ব্রন জেমস টুইটারে লিখেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। উদযাপন করা যাক। তবে এখনো অনেক দায়িত্ব বাকি।
টুইটে তিনি একটি এডিটেড ছবি পোস্ট করেছেন।  যেখানে দেখা যাচ্ছে, প্রতিপক্ষ ট্রাম্পকে হারিয়ে বাস্কেটবলের ঝুড়িতে বল ফেলছেন জো বাইডেন।
ফিলাডেলফিয়া সেভেনটি সিক্স ইয়ার্সের বাস্কেটবল তারকা জো ইম্বিড লিখেছেন বেশ, আমেরিকা এই পদ্ধতিটাতেই আস্থা রেখেছে এবং একটা হয়েছে।  বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ফিরে এসেছে।

বাইডেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে টুইট করেছেন হল অফ ফেমে জায়গা পাওয়া আমেরিকান সাবেক বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন, কাইল লরিসহ অনেকে।
বাইডেনকে ভোট দেওয়ায় দেশটির সব কৃষ্ণাঙ্গ নারীদের ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের হয়ে বিশ্বকাপ জেতা র্যাপিনোয়ে লিখেছেন, থ্যাঙ্ক উই ব্ল্যাক উইমেন।
 উল্লেখ্য, আমেরিকার ক্রীড়া তারকাদের ট্রাম্পবিরোধী হয়ে ওঠার প্রধান কারণ হিসেবে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকে বলা হচ্ছে।  চলতি বছরের মে মাসে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চাপা দিয়ে হত্যা করলে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলন। তাতে যোগ দেন দেশটির অনেক ক্রীড়া তারকা।  অনেকে জাতীয় সংগীত গাওয়ার সময় হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানালে তাদের সমালোচনা করেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *