BRAKING NEWS

গ্রাম স্তরে সরকারি সহায়তার প্রচার নেই জনপ্রতিনিধিদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ গ্রাম স্তরে সরকারি সহায়তার প্রচার নেই, তাই জনপ্রতিনিধিদের একহাত নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ জনগণকে সরকারের ঢালাও সহায়তা সত্ত্বেও শুধুমাত্র প্রচারের অভাবে সমালোচনা হচ্ছে সর্বত্র৷ তার জন্য গ্রাম স্তরে জনপ্রতিনিধিদের উদাসীনতাই সরকারকে কালিমালিপ্ত করতে সাহায্য করছে৷ শনিবার ধলাই জেলার সালেমা ব্লকের অধীনে জামথুম ভিলেজ কমিটির কার্যালয়ে আয়োজিত বিশেষ গ্রামসভায় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, এডিসি-র উন্নয়ন চাইছি৷ কিন্তু সহযোগিতা পাচ্ছি না৷ শুধুমাত্র প্রচারের অভাবে সমালোচিত হচ্ছি, হতাশার সুরে বলেন তিনি৷


গ্রামসভায় ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যানের কাছে কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে জানার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী৷ তাতে জনপ্রতিনিধিদের কীর্তি দেখে চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি সম্পর্কে অবগত নন ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান৷ অথচ, ওই এলাকায় ৬১৪টি পরিবারের মধ্যে ২৫৮টি পরিবার ওই প্রকল্পে সরকারি আর্থিক সহায়তা পাচ্ছে৷ শুধু তা-ই নয়, নিজ নিজ এলাকায় কত পরিবার রয়েছে, ওই পরিবারে সদস্য কতজন রয়েছেন, সে-বিষয়েও অবগত নন জনপ্রতিনিধিরা৷ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পেলেও প্রচারের অভাবে কেউ জানেন না তারা সরকারি সহায়তা পেয়েছেন বলে৷

মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচকমণ্ডলীর ভোটে জয়ী হয়ে তাঁদের ভুলে গেলে চলবে না৷ তাঁদের সুবিধা-অসুবিধা, প্রয়োজন সম্পর্কে খোঁজ রাখতে হবে৷ সরকারি সহায়তার প্রয়োজন হলে তার ব্যবস্থা করতে হবে৷ তেমনি, সরকারি সহায়তা কেউ পেলে তা প্রচারের আলোকে আনতে হবে৷ উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে৷ তা সত্ত্বেও ত্রিপুরা সরকার সমালোচিত হচ্ছে৷ তাঁর সাফ কথা, এডিসি এলাকার উন্নয়ন চাই৷ তাই, অধিকাংশ সময় এডিসি এলাকায় কাটানোর পরিকল্পনা নিয়েছি৷ তবে সকলের সহযোগিতা না হলে এডিসি-র উন্নয়ন সম্ভব নয়৷ বিষয়টি জনপ্রতিনিধিদের বুঝতে হবে৷
এদিন তিনি এলাকার জনপ্রতিনিধিদের সতর্ক করেছেন, প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছতে হবে৷ তাঁর ঠিকুজি নিজের কাছে রাখতে হবে৷ তা না হলে, আগামী ভোটে মানুষ প্রত্যাখ্যান করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *