বাংলাদেশ থেকে অসম যাওয়ার পথে নাইজেরিয়ার তিন যুবক ধৃত

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ নভেম্বর৷৷ ফের আবার বাংলাদেশ থেকে সীমান্ত টপকে উত্তর জেলার পুলিশের চোখে ধুলো দিয়ে পাশ্ববর্তী রাজ্য অসমে প্রবেশের মুখে অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল তিন নাইজেরিয়ান যুবক৷ জানা গেছে ধৃতরা আজ বিকালে ধর্মনগর থেকে এএস২৪সি-৯৯৯৫ নম্বরের নেটওয়ার্ক ট্রাভেলসে চড়ে অসমের গুয়াহাটি যাবার উদ্দেশ্যে ছিল৷


কিন্তু অসমের করিমগঞ্জ জেলার অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশের রুটিন তল্লাশিতে তারা ধরা পড়ে যায়৷এ মর্মে পুলিশ ওয়াচপোষ্ট ইনচার্জ মিন্টু শীল জানান৷ তাদের সঙ্গে ভারতীয় মুদ্রায় ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছাড়াও ১০০ আমেরিকান ডলার পাওয়া গেছে৷তবে তাদের সাথে বৈধ কোনও কাগজ পত্র পাওয়া যায়নি৷

আগামীকাল ধৃতদের করিমগঞ্জ সিভিল আদালতে প্রেরণ করা হবে৷প্রসঙ্গত উল্লেখ্য যে এই রুট দিয়ে বিগত দিনে অসমে প্রবেশের মুখে প্রায় অর্ধশতাধিক নাইজেরিয়ান বাসিন্ধা অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে৷এক্ষেত্রে রাজ্য পুলিশের নিরাশাজনক ভুমিকা সহ সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ণ তুলতে শুরু করেছেন এলাকার সচেতন মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *