নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ ছড়ার জল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার৷ ঘটনা আমবাসা থানাধীন ৯ মাইল এলাকার ধন সিং রোয়াজা পাড়ায়৷ ঘটনার বিবরণে জানা যায় গত দুদিন ধরে নিখোঁজ ছিল এলাকার বাসিন্দা মঙ্গখরাই ত্রিপুরা৷ বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় ছড়ার জল থেকে৷
জানা যায় তিনি একটি ঘরে একাই থাকতেন৷ পরিবার বলতে কেউই ছিল না৷ এইদিন সকালে মঙ্গখরাই ত্রিপুরার বড় ভাইয়ের ছেলে খোঁজাখুঁজি করার পর একটি ছড়াতে তার দেহ দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমবাসা থানার পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধলাই জেলা হাসপাতালে পাঠায়৷ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে আমবাসা থানার পুলিশ৷