BRAKING NEWS

ভূমিকম্পে ফের কাঁপল মণিপুর, তীব্রতা ৪.১

ইমফল, ৬ নভেম্বর (হি. স.) : ফের ভূমিকম্পে কাঁপল মণিপুর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। শুক্রবার সকাল ৮টা ৩৬ মিনিটে ওই ভূ-কম্পন অনুভূত হয়েছে। মণিপুর-মায়ানমার সীমান্তের খুব কাছাকাছি স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র রিপোর্ট অনুযায়ী, আজ সকাল ৮টা ৩৬ মিনিটে মণিপুর-র উখরুল-র ১৮৮ কিমি পূর্ব দিকে ভূগর্ভের ১০৬ কিমি গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। মূলত, মায়ানমারের অংশেই কম্পনের উৎপত্তি বলে জানা গেছে। এদিনের, ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোন খবর মেলেনি।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র তথ্য অনুসারে, উত্তর-পূর্বাঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা রাজ্যগুলিতে সবচেয়ে বেশি ভূকম্পন অনুভূত হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, মায়ানমার-এ সবচেয়ে বেশি ভূমিকম্প হচ্ছে। গত কয়েক মাসে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর রাজ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। বিষয়টি ভীষণ চিন্তার বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *