BRAKING NEWS

৭-৩০ নভেম্বর দিল্লিতে নিষিদ্ধ আতশবাজি, দুঃশ্চিন্তায় ব্যবসায়ীরা

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে দিল্লিতে। দিল্লিতে এখন কোভিড-১৯ ভাইরাসের তৃতীয় ওয়েভ চলছে। তার উপর আবার বায়ুদূষণ। সবমিলিয়ে রাজধানীর পরিস্থিতিতে এখন ভীষণ খারাপ। সামগ্রিক পরিস্থিতি বিচার করার পর দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ৭ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দিল্লিতে নিষিদ্ধ থাকবে সমস্ত ধরনের আতশবাজি। শুক্রবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দিল্লিতে সমস্ত ধরনের আতশবাজি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের ফলে চিন্তা বেড়ে গিয়েছে আতশবাজি বিক্রেতাদের। দীপাবলি উপলক্ষ্যে অনেকেই আতশবাজি মজুত করে ফেলেছিলেন, তাঁরাই সবথেকে বেশি চিন্তায় পড়েছেন। একজন বিক্রেতা জানিয়েছেন, আচমকা সমস্ত ধরনের আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ১৫-২০ লক্ষ ক্ষতি হবে। এর আগে সরকারি জানিয়েছিল পরিবেশবান্ধব আতশবাজি বিক্রি করা যাবে, তাই মজুত করেছিলাম আমরা। কিন্তু, এখন সমস্ত ধরনের আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। বিক্রেতাদের অনেকেই জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *