১৫ দিন যাবত কাঞ্চনপুরে ইউবিআই ব্যাঙ্কের পরিষেবা শিকেয়, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ দীর্ঘ প্রায় ১৫ দিন ধরে কাঞ্চনপুর ইউনাইটেড ব্যাঙ্কের পরিষেবা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে৷ এতে করে হয়রানীর শিকার হতে হচ্ছে গ্রহকদের৷
মানুষ তার জমানো টাকা ব্যাঙ্ক থেকে সময় মতো তুলে নিতে পারছে না৷ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শ্রমিক সকলে হয়রানির শিকার হচ্ছে৷ স্বল্প সংখ্যক কর্মী দিয়ে ব্যাঙ্কের কাজ চলছে৷ ফলে ভাতা প্রাপকরা ব্যাঙ্কে এসেও সঠিক সময়ে ভাতার টাকা তুলতে পারছেন না৷


এই পরিস্থিতিতে বুধবার কাঞ্চনপুর এলাকার সচেতন নাগরিকরা সম্মিলিত ভাবে কাঞ্চনপুর ইউনাইটেড ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারের দ্বারস্থ হয়৷ কিন্তু ডেপুটি ম্যানেজারের সচেতন নাগরিকদের প্রশ্ণের সদোত্তর প্রদানে ব্যর্থ হন৷ পরবর্তী সময় সচেতন নাগরিকরা ব্যাঙ্কের ম্যানেজারের সাথে ফোনে যোগাযোগ করেন৷ ম্যানেজার আশ্বাস দেন সহসাই ব্যাঙ্কে একজন দক্ষ আধিকারিক নিজুক্ত করা হবে৷ এবং ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে৷ এই বিষয়ে জানানা এলাকার সচেতন নাগরিক চন্দ্র গুপ্ত বড়ুয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *