BRAKING NEWS

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ হর্ষবর্ধনের

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি. স.): কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধন বৃহস্পতিবার দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দিল্লির করোনা পরিস্থিতির সঙ্গে অবশিষ্ট ভারতের তুলনা টেনে হর্ষবর্ধন জানিয়েছেন, গোটা দেশে যেখানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯২ শতাংশ সেখানে দিল্লিতে এই হার ৮৯ শতাংশ। মৃত্যুর হার যেখানে অবশিষ্ট ভারতে ১.৪৯ শতাংশ সেখানে দিল্লিতে ১.৭১ শতাংশ। দিল্লির উত্তর, মধ্য, উত্তর-পূর্ব, পূর্ব, উত্তর-পশ্চিম, দক্ষিণ-পূর্ব জেলায় আক্রান্তের হার বেশি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বৈঠকে উপস্থিত উপরাজ্যপাল অনিল বৈজাল জানিয়েছেন, উৎসবের মরসুম এবং অন্তর রাজ্য পরিবহণ ব্যবস্থা চালু করলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে প্রশাসনকে সেই বিষয়ে আগাম অবগত করিয়েছিল বিশেষজ্ঞরা। জনমানসে তথ্যসমৃদ্ধ প্রচারের মাধ্যমে সচেতনতা করোনার বিরুদ্ধে গড়ে তোলা যাবে। সত্যেন্দ্র জৈন বৈঠকের জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অধীনে যেসব হাসপাতাল রয়েছে যেমন দিল্লির এইমস, লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল সহ অন্যান্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালগুলিতে আইসিইউর শয্যা সংখ্যা বৃদ্ধি করতে হবে।

রাষ্ট্রীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের অধিকর্তা ডা: সুজিত সিং দিল্লির বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে উপস্থিত সকলকে অবগত করান। আধা রাজ্য দিল্লির বিভিন্ন হাসপাতলে করোনার কারণে মৃত্যুর বিশ্লেষণধর্মী ব্যাখ্যা দেন। উৎসব এবং শীতকালে সতর্ক থাকতে হবে। করোনা চিকিৎসার পরিকাঠামো আরও বাড়িয়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *