নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ প্রশাসনের কঠোর মনোভাব সত্ত্বেও রাজ্যের বিভিন্ন স্থানে নাবালিকা বিয়ে দেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে৷ ধলাই জেলার কমলপুরের রাজনগর এলাকায় এক নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার পরিবারের লোকজনরা৷
ঘটনার খবর পেয়ে চাইল্ড লাইনের কর্মকর্তারা পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে হানা দেয়৷শেষ পর্যন্ত চাইল্ড লাইনের তৎপরতায় নাবালিকার বিয়ে বন্ধ হয়ে যায়৷
চাইল্ড লাইনের কর্মকর্তারা নাবালিকার পরিবারের লোকজনদের বুঝাতে সক্ষম হয়েছেন যে নাবালিকাদের বিয়ে দেওয়া আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ৷ নাবালিকা টি প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিতে তাদেরকে পরামর্শ দেওয়া হয়৷ চাইল্ড লাইন এবং পুলিশ কর্মকর্তাদের সেই পরামর্শ মেনে নেয় সংশ্লিষ্ট পরিবারের লোকজন রা৷
ফলে নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা বন্ধ হয়৷উল্লেখ্য এর আগেও রাজ্যের বিভিন্ন স্থানে চাইল্ড লাইনের কর্মকর্তারা এ ধরনের নাবালিকা বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন৷ এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ চাইল্ড লাইনের এই প্রয়াসের ভূয়শী প্রশংসা করেছেন এলাকার সুশীল সমাজের লোকজনরা৷