BRAKING NEWS

করোনা আবহে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ হল দিল্লিতে

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি. স.): বায়ু দূষণের সঙ্গে বেড়ে চলা করোনা আক্রান্তের সংখ্যা জেরে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে বৃহস্পতিবার টুইট করে দীপাবলির দিন আতশবাজি পোড়ানো ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।


এদিন নিজের টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, মুখ্য সচিব, জেলাশাসক, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। লক্ষ্য করে দেখা গিয়েছে যে উৎসবের মরসুম এবং বায়ু দূষণের জেরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিল্লিতে। ফলে পুনরায় স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে। অক্সিজেন সিলিন্ডারের যোগান থেকে শুরু করে আইসিইউ শয্যার পরিমাণ বৃদ্ধি করা কাজ শুরু করে দিয়েছে প্রশাসন।  

উল্লেখ করা যেতে পারে,দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৪২। এই নিয়ে টানা দুদিন আক্রান্তের সংখ্যা ছয় হাজার পেরিয়ে গেল। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৭২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *