কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সাথে বিমাতৃসূলভ আচরণের অভিযোগে জেলা শাসককে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ নভেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েত আইন লংঘন করে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলির সাথে বিমাতৃসুলভ আচারণ করা হচ্ছে, এ ব্যাপারে জেলা শাসকের হস্তক্ষেপ চেয়ে মোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলার জেলাশাসক তাপস রায়-এর নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়৷


জেলা কংগ্রেস সভাপতি মুহাম্মদ বদরুজ্জামান সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বলেন যে গৌরনগর ব্লকের অন্তর্গত কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলিকে অন্ধকারে রেখে গ্রাম সংসদ ও গ্রাম সভা কে সম্পূর্ণ অবজ্ঞা করে বিভিন্ন স্থানে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয় অবৈধভাবে বেনিফিসারী নির্বাচন করা হচ্ছে যা পঞ্চায়েত আইন অমান্যের শামিল এ ব্যাপারে ঊনকোটি জেলা শাসকের হস্তক্ষেপ দাবি জানানো হয়েছে জেলা কংগ্রেসের তরফ থেকে৷

৫ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি দপ্তরের টাকা থাকা সত্ত্বেও কোনো ক্ষতিপূরণ পায়নি, ২০১৫ সালে থেকে এখন অব্দি এস আর আই পদ্ধতিতে চাষ করে কৃষকরা সারবিজ পেয়েছে কিন্তু কোনো আর্থিক সাহায্য পায় নাই, ত্রিপুরা কমিশন থেকে গৌরনগর ব্লকে যে বেনিফিসারী নির্বাচন করা হয়েছে তা গ্রাম পঞ্চায়েত গ্রাম সংসদ ও গ্রামসভার না মেনে অবৈধভাবে করা হয়েছে, এমজিএম দেখার মাধ্যমে পুরাতন নানা রাস্তা সংস্কার মেরামত এবং ল্যান্ড লেবেলিং এর মাধ্যমে রেখার শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে, বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তাগুলি আজ অব্দি সংস্কার করা হয়নি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে৷


এ ব্যাপারে জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান যে জেলাশাসক এই দাবিগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ আজকের এই স্মারকলিপি প্রদানের জেলা কংগ্রেস সভাপতি মুহাম্মদ বদরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক রুদ্র ভট্টাচার্যী জেলা কংগ্রেস সম্পাদক রুনু মিয়া সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *