BRAKING NEWS

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৬, ৯৬৪

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.): ভারতে করোনা দৌরাত্ম্য অব্যাহত। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬, ৯৬৪ জন। ওই সময়ের মধ্যে নিহত ৪৭০। ফলে দেশজুড়ে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লক্ষ ৮৪ হাজার ০৮৩। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ১১১। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭০ হাজার ৪৫৮। সুস্থ হয়ে উঠেছে ৭৪ লক্ষ ৯১ হাজার ৫১৩ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। করোনার জেরে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।

সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ১৪২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯১১। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ২৯৭। নিহত ১৪৮৪। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাডু এবং দিল্লি। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২,১৬৪ এবং ৩২৭১৮। দক্ষিণের আরেক রাজ্য তেলেঙ্গানা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৪১৬। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৫৭৯। ফলে রাজ্যের সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪০ হাজার ০৪৮। বিগত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৯১ হাজার ২৩৯। সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ১০ কোটি ৯৮ লক্ষ ৮৭ হাজার ৩০৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *