টিএসআর জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার জোলাইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩১ অক্টোবর৷৷ সাঁচীরামবাড়ী নবম বাহীনি টি এস আর ক্যাম্পে সকালবেলা উদ্ধার হয় এক টি এস আর জোয়ানের ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনার বিবরনে জানাযায় জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী নবম বাহীনির টি এস আর ক্যাম্পে কত্যর্বরত জোওয়ানের মৃত দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়াযায়৷ মৃত জোয়ানের নাম মনোজ মালাকার ( ৩৮ )৷ তিনি বিলোনিয়া মহকুমার রাজনগর এলাকার বাসিন্দা৷


উনার এই অস্বাভাবিক মৃত্যুর পর উনার পরিবারের লোকজন ছুটে যায় সাঁটীরামবাড়ী টি এস আর ক্যাম্পে৷ পরবর্তী সময় দীর্ঘ সময় অতিক্রান্ত হবারপর ঘটনাস্থলে উপস্থিত হন ডি সি এম রুদ্রদ্বীপ নাথ ও উচ্চ পদস্ত কর্মীরা৷ সকলের উপস্তিতিতে ডগ স্কোয়াড এনে তদন্ত ক্রমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসাহয়৷ অপরদিকে এই মৃত্যু সম্পর্কে মৃত জোওয়ানের পরিবারের পক্ষথেকে জানানোহয় এই ক্যাম্পের কর্তব্যরত কর্মী শিশির কুমার দাস পরিকল্পীত ভাবে মনোজ মালাকার কে হত্যা করেছে বলে অভিযোগ৷


পরিবারের লোকজনদের কাছথেকে জানাযায় মনোজ মালাকার বিগত দিনে বিলোনিয়ায় কর্তব্যরতছিলো বর্তমানে তাকে কিছুদিন আগে সাঁচীরামবাড়ী টি এস আর ক্যাম্পে নিয়ে আসাহয়েছে৷ এখানে উর উপর মানসিক অত্যাচার চালিয়ে ঐক্যবদ্ধভাবে হত্যা করাহয়েছে বলে পরিবারের লোকজনদের অভিযোগ৷ পরিবারের লোকজনদের পক্ষথেকে জানানোহয় এই হত্যায় অভিযুক্ত শিশির কুমার দাসের বিরুদ্ধে লিখিত মামলা দায়েরকরাহবে৷ এখন দেখার বিষয় পুলিশ ঘটনার সুষ্ঠ তদন্তে কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে৷