চাম্পামুড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ খয়ের পুর পুলিশ আউটপোস্ট এলাকার পূর্ব চাম্পামুরা এলাকায় এক গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে৷ মৃত গৃহবধূর নাম প্রীতি দাশ৷ স্বামীর নাম সমর দাস৷ সংবাদ সূত্রে জানা গেছে,বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রা গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে৷


নির্যাতন সহ্য করেই স্বামীর সংসার করছিল ওই গৃহবধূ৷ কিন্তু শেষ পর্যন্ত বেঘোরে প্রাণ দিতে হয়েছে গৃহবধূ প্রীতি দাশকে৷ গৃহবধূকে হত্যা করে তার বাপের বাড়িতে খবর পাঠানো হয় বলে বাপের বাড়ির লোকজন জানিয়েছেন৷ মৃত্যু সংবাদ পেয়ে বাপের বাড়ির লোকজন তার বাড়িতে আসলে বাপের বাড়ির লোকদের ওপর হামলা সংগঠিত করা হয় বলে অভিযোগ৷ সমস্ত ঘটনা জানিয়ে খয়ের পুর আউটপোস্ট মৃতার বাপের বাড়ির তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷

উল্লেখ্য রাজ্যে গৃহবধূ নির্যাতন এবং হত্যার ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ এটি একটি ভয়ানক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে৷ বাপের বাড়ির লোক জনরা পাত্র পক্ষের চাহিদামত পর ও অন্যান্য জিনিসপত্র মিটিয়ে দেওয়ার পরও শ্বশুরবাড়িতে গিয়ে গৃহবধূরা সুখে স্বাচ্ছন্দে দাম্পত্য জীবন কাটাতে পারছে না৷নারী অধিকার সুরক্ষার জন্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যত অধিকার বাস্তবায়িত করা কষ্টকর হয়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *