মুম্বই, ২৯ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্র নবনির্মান সেনা (এমেনেস)-র প্রধান রাজ ঠাকরে। বৃহস্পতিবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ ঠাকরে। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষন কথা হয়। সূত্রের খবর, রাজ ঠাকরেকে সমস্ত ধরনের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে, রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ ঠাকরে জানান, ‘আমার প্রনিধি দল আদানি এবং বিইএসটি-র আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তাই আজ বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলাম। কোম্পানিগুলি বিদ্যুতের বিল কমাতে প্রস্তুত রয়েছে। রাজ্যপাল শীঘ্রই এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করবেন এবং সিদ্ধান্ত নেবেন।’ রাজ্যপালের সঙ্গে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, রাজ ঠাকরেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মহারাষ্ট্রে বহু ইস্যু রয়েছে। প্রশ্নের অভাব নেই, সরকারের কাছ থেকেই তো উত্তর পেতে হবে। আমি শরদ পওয়ারজির সঙ্গেও দেখা করব। প্রয়োজন হলে এবং সঠিক সময় এলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করব।’