শিমলা, ২৯ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় ‘হোটেল ক্যাপিটাল’-এ বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার রাত ১১.১৫ মিনিট নাগাদ শিমলার কার্ট রোডের কাছে ‘হোটেল ক্যাপিটাল’-এ ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা হোটেলের সর্বত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট তিনটি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখায় পুড়ে চাই হয়ে গিয়েছে হোটেলের তিনটি রুম। যদিও, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার রাত ১১.১৫ মিনিট নাগাদ শিমলার কার্ট রোডের কাছে ‘হোটেল ক্যাপিটাল’-এ ভয়াবহ আগুন লাগে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে ওই হোটেল। খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুনের লেলিহান শিখায় হোটেলের তিনটি রুম পুড়ে গিয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।