BRAKING NEWS

আনলক ৫.০ দিশা নির্দেশ সম্প্রসারিত ৩০ নভেম্বর পর্যন্ত

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি. স.): আনলক ৫.০ দিশা নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশজুড়ে ৩০ নভেম্বর পর্যন্ত সম্প্রসারিত করেছে। এতে নতুন করে কোনো নতুন নির্দেশ চাপানো হয়নি।আগের মতই কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন জারি থাকবে। করোনা নির্মূল করার ক্ষেত্রে জনসচেতনতায় গুরুত্বপূর্ণ উপাদান তা এই নির্দেশিকায় বলা হয়েছে। 

করোনা নির্মূলের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জনআন্দোলনের ডাক দিয়েছেন তা মেনে চলার জন্য দেশবাসীকে আহ্বান করা হয়েছে। আনলক ৫.০ দিশা নির্দেশ অনুসারে সমস্ত ধরনের কার্যকলাপ যেরকম মেট্রো রেল পরিষেবা, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, পরিষেবা শিল্প, ধর্মীয় স্থান যোগ এবং শারীরিক কসরত কেন্দ্র, প্রেক্ষাগৃহ, বিনোদন পার্ক, বাণিজ্যিক কেন্দ্র, অফিস করোনা বিধি মেনে চলবে এবং খোলা থাকবে। স্কুল কলেজ খোলার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *