BRAKING NEWS

১৮ জন পাকিস্তানি নাগরিককে সন্ত্রাসবাদি হিসেবে ঘোষণা করল ভারত

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি. স.) :  ১৮ জন পাকিস্তানি নাগরিককে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই ১৮ জন পাকিস্তানি নাগরিক ভারতের সন্ত্রাসবাদি কার্যকলাপ সংগঠিত এবং পরিকল্পনা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। আন-লফুল অ্যাক্টিভিটি (প্রিভেনশন) অ্যাক্ট ধারায় এদেরকে অভিযুক্ত করা হয়েছে। এই সকল পাকিস্তানি নাগরিকদের খোঁজে রয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো। 


এই সকল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীরা লস্কর-ই-তৈবা, ফালাহ ই ইনসানিয়াত ফাউন্ডেশন, হিজব উল মুজাহিদিন, জইশ-ই-মহম্মদ, ইন্ডিয়ান মুজাহিদিনের মতন জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। এই তালিকায় দাউদ ইব্রাহিমের ডানহাত বলে কুখ্যাত ছোটা শাকিল এর নাম রয়েছে। ইন্ডিয়ান মুজাহিদিনের ভটকল ভাইদের নাম রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এই সকল পাকিস্তানি নাগরিকরা সীমান্তবর্তী এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করতে সর্বদা সচেষ্ট। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড সাজিদ মির ওরফে সাজিদ মাজিদের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *