প্যারিস, ২৭ অক্টোবর (হি. স.) : মহানবী হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর কদর্য মন্তব্যে জেরে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে ফরাসি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। ফরাসি পণ্য বর্জনের পথে হেঁটেছে একাধিক মুসলিম প্রধান দেশ। পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাংলাদেশ সহ একাধিক মুসলিম দেশে ভ্রমণের ক্ষেত্রে দেশের নাগরিক ও কূটনীতিবিদদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্সের বিদেশ মন্ত্রণালয়।
মঙ্গলবার ফরাসি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশে জারি করা বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক, মৌরাতনিয়া সহ মুসলিম প্রধান দেশগুলিতে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ওই সব দেশে হজরত মহম্মদকে নিয়ে প্রকাশিত ব্যঙ্গচিত্রের প্রতিবাদে যে সব স্থানে বিক্ষোভ প্রদর্শিত হবে, সেই সব স্থান ও বিক্ষোভ এড়িয়ে চলতে হবে। মুসলিম প্রধান দেশগুলিতে অবস্থানকালে ফরাসি দূতাবাসের সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখতে হবে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎতক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। প্রসঙ্গত, সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেন স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষক। আর তার পরেই চেচেন বংশোদ্ভূত এক মুসলিম ওই শিক্ষককে ছুরিকাঘাতে খুন করে। পরে অবশ্য পুলিশের অভিযানে হামলাকারী মারা যায়। ওই ঘটনার পরেই মুসলিমদের জঙ্গি আখ্যা দিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়ে দেন, হজরত মহম্মদকে নিয়ে যে সমস্ত ব্যঙ্গচিত্র রয়েছে, তা প্রত্যাহার করা হবে না। আর ম্যাঁক্রোর মন্তব্যের পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।