BRAKING NEWS

শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা, আটক ৩ জন বিজেপি কর্মী

শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পতাকা ফিরে না পাওয়া পর্যন্ত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে না। জানিয়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মুফতির এই মন্তব্যকে ঘিরে আলোড়ন শুরু হয়ে গিয়েছে। এই আবহে সোমবার সকালে শ্রীনগরের লালচকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করার চেষ্টা করেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। কিন্তু, ৩ জন বিজেপি কর্মীকে আটক করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ধরতে ৩ জন বিজেপি কর্মীর নাম-কুপওয়ারা জেলার বিজেপি মুখপাত্র মীর বাশারাত, মীর ইশফাক এবং আখতার খান। প্রত্যেকের বাড়ি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায়।

জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে শ্রীনগরের বাণিজ্যিক কেন্দ্র লালচকের ঘন্টা ঘর (ক্লক টাওয়ার)-এ জাতীয় পতাকা উত্তোলন করার চেষ্টা করেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। ৩ জন বিজেপি কর্মীকে আটক করার পর কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়ার প্রাক্কালে কুপওয়ারা জেলার বিজেপি মুখপাত্র মীর বাশারাত জানান, ‘মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ-সহ গুপকার ডিক্লেরেশনের সদস্যদের আমরা জানাতে চাই, কাশ্মীরে শুধুমাত্র জাতীয় পতাকাই উত্তোলন হবে। শ্রীনগরের বিজেপি কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করতে না-পারলেও, জম্মুতে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপিম কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *