নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.): বিধানসভা নির্বাচন উপলক্ষে বিহারে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। পূর্ব ভারতের অধিক গুরুত্বপূর্ণ এই রাজ্যে আরজেডি-কে সঙ্গে নিয়ে ক্ষমতা দখল করতে মরিয়া কংগ্রেস। বিজেপির রাজনৈতিক আগ্রাসনের সামনে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে এক কদম এগিয়ে যেতে বিহার বিধানসভা নির্বাচন দল হিসেবে ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে কংগ্রেসের। সেই লক্ষ্যে বুধবার বিহারবাসীকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন সোনিয়া গান্ধী। রাজ্যে ক্ষমতায় এলে কংগ্রেস সরকার যে সকল জনমুখী পদক্ষেপ নেবে তার যাবতীয় প্রতিশ্রুতি এই চিঠিতে রয়েছে।
কার্যত প্রতিশ্রুতির বন্যা মেশানো এই চিঠিতে রয়েছে কৃষি ঋণ মুকুব করে দেওয়া, শিশুকন্যাদের জন্য বিনামূল্যে শিক্ষা, ভূমিহীনদের আবাস প্রদান, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবার অধিকার দেওয়ার প্রতিশ্রুতি চিঠিতে বলা হয়েছে। নিজের চিঠিতে সোনিয়া গান্ধী দাবি করেছেন বৈভবশালী ঐতিহ্য নিয়ে গৌরবশালী ভবিষ্যৎ বিহার নির্মাণে অঙ্গীকারবদ্ধ কংগ্রেস। এর জন্য ‘পরিবর্তন পত্র’ তৈরি করেছে দল। চিঠিতে সোনিয়া গান্ধী আশ্বস্ত করেছেন যে দলিত, প্রান্তিক শ্রেণীর মানুষ, আদিবাসী, সংখ্যালঘুদের উন্নয়ন এবং সম্মান রক্ষার্থে কাজ করে যাবে কংগ্রেস।