BRAKING NEWS

চিন লাগোয়া সীমান্তে মোতায়েনরত জওয়ানদের সঙ্গে দশহরা উদযাপন করবেন রাজনাথ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.): চিন লাগোয়া সীমান্তে মোতায়েনরত ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দশহরা উদযাপন করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মোতায়েনরত সেনা জওয়ানদের মনোবল বৃদ্ধি করার পাশাপাশি সেখানে অস্ত্র পুজোও করবেন তিনি। ২৩-২৪ অক্টোবর সিকিমে গিয়ে চিন লাগোয়া সীমান্তে মোতায়েনরত জওয়ানদের উজ্জীবিত করবেন রাজনাথ সিং। সিকিমে রণকৌশল ভাবে গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন করবেন তিনি। গতবছর রাফাল যুদ্ধবিমান অধিগ্রহণের সময় ফ্রান্সে গিয়ে অস্ত্র পূজা করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

দশহরা উপলক্ষে অস্ত্র পুজোর রেওয়াজ এবং পরম্পরা গোটা ভারতে রয়েছে। সেই ধারা মেনেই অস্ত্র পুজো করবেন তিনি।চিন লাগোয়া সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকা সেনা জওয়ানদের অনুপ্রাণিত করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। উল্লেখ করা যেতে পারে পূর্ব লাদেখে চিনা আগ্রাসন রোধ করার জন্য বিপুল সৈন্যসমাবেশ ঘটিয়েছে ভারত।মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক সমরাস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *