পাটনা, ২১ অক্টোবর (হি.স.): লোক জনশক্তি পার্টির মূল লক্ষ্য হল-‘বিহার প্রথমে এবং বিহারীরাই সর্বাগ্রে’। বুধবার বিহার বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর জানিয়ে দিলেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান। একইসঙ্গে চিরাগ জানিয়েছেন, “ভুল করেও যদি এবারের নির্বাচনে নীতীশ কুমার জয়ী হন, তাহলে বিহার হেরে যাবে।” বুধবার পাটনায় সাংবাদিক সম্মেলনে, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর চিরাগ পাসোয়ান জানিয়েছেন, “বিহার প্রথমে এবং বিহারীরাই সর্বাগ্রে-এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলাম আমরা, বিহারের জনগণ যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেই সমস্ত সমস্যার সমাধান করা হবে।”
মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র সমালোচনা করে রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান বলেছেন, ‘ভুল করেও যদি এবারের নির্বাচনে নীতীশ কুমার জয়ী হন, তাহলে বিহার হেরে যাবে। আমাদের রাজ্য পুনরায় ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে যাবে।’ চিরাগ আরও বলেন, ‘বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখে আমি সত্যি আশ্চর্য হই, তিনি কীভাবে জাতিসত্তাকে প্ররোচনা দেন। যে ব্যক্তি নিজেই সাম্প্রদায়িকতাকে প্ররোচনা দেন, তাঁর নেতৃত্বে বিহারের উন্নয়নের চিন্তা করা মোটেও উচিত নয়।’
প্রসঙ্গত, এলজেপি ছাড়াও এদিন পাটনায় সাংবাদিক সম্মেলনে বিহার বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, রাজ বব্বর প্রমুখের উপস্থিতিতে প্রকাশিত হয় কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর কংগ্রেস নেতা শক্তিসিনহ গোহিল জানিয়েছেন, আমরা যদি বিহারে ক্ষমতায় আসি তাহলে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাখ্যান করা হবে, ঠিক যেমনটা পঞ্জাবে করা হয়েছে।