কলকাতা, ২১ অক্টোবর (হি. স.) :বুধবার গোর্খাল্যান্ডের প্রবক্তা বিমল গুরুং কলকাতায় ঘোষণা করলেন এনডিএ ছাড়ছেন তাঁরা। আগামী বিধানসভা ভোটৈ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়বে গোর্খা জনমুক্তি মোর্চা।
তিন বছর আত্মগোপনের পর আবারও পাহাড়ের রাজনীতিতে বড়সড় বদলের ইঙ্গিত দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। এদিন কলকাতার একটি নামী হোটেলে এক সাংবাদিক বৈঠকে রোশন গিরিকে পাশে নিয়ে বিমল জানিয়ে দিলেন তাঁরা এনডিএ তথা বিজেপির সঙ্গ ছাড়ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের হাত ধরলেও তিনি পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি থেকে সরে আসছেন না বলে দাবি করেন গুরুং। এই সঙ্গে ঘোষণা করেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গেই জোট গড়ে লড়াই করবেন তাঁরা ।
তবে, এখনও পর্যন্ত তৃণমূলের তরফে বা রাজ্য সরকারের তরফে এবিষয়ে কিছুই ঘোষণা করা হয়নি। কাজেই জোট নিয়ে শেষ পর্যন্ত কী হয় তা অবশ্যও দেখার অপেক্ষায় থাকতে হবে। পাহাড়ের সাংসদ রাজু বিস্ত বিজেপির সাংসদের অবস্থান এবং জিটিএ এখন যারা চালাচ্ছেন সেই বিনয় তামাং আর অনিল থাপার কী হবে— এসব প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গুরুং আর রোশন পাহাড়ে ফিরতে পারলে তামাং-থাপা জুটির রাজনৈতিক ভবিষ্যত কী হবে, সেটা একটা বড় প্রশ্ন।