BRAKING NEWS

ভারতকে সামরিক ভাবে চাপে রাখতে চাইছে চিন, দাবি মার্কিন প্রতিরক্ষা সচিবের

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.) : সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়ে ভারতকে চাপে রাখতে চাইছে চিন বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। আগামী সপ্তাহে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা এবং বিদেশমন্ত্রকের দুই প্লাস দুই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এর ঠিক আগেই মার্ক এসপারের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানকে শক্তিশালী করল বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।


এক কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে মার্ক এসপার জানিয়েছেন, ভারত প্রত্যেকদিন হিমালয় পার্বত্য অঞ্চলে বিশেষ করে এলএসিতে চিনা আগ্রাসনের মুখোমুখি হয়ে চলেছে। ওই অঞ্চলের অন্যান্য একাধিক দেশও এই সমস্যার সম্মুখীন। কয়েকটা অঞ্চলে চিন অতি আক্রমণাত্মক হয়ে উঠেছে। আবার অন্যত্র চিনের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ বোঝা যাচ্ছে না। কয়েকটি দেশের ওপর চীন রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে। কিন্তু ভারতের ওপর চিন সামরিক চাপ সৃষ্টি করতে চাইছে। উল্লেখ করা যেতে পারে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেই দাবি করেছিলেন যে চিন এলএসির কাছে ৬০ হাজার সেনা জওয়ান মোতায়েন করেছে। উল্লেখ করা যেতে পারে আগামী ২৬ এবং ২৭ অক্টোবর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে দুই প্লাস দুই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *