ইটানগর, ২০ অক্টোবর (হি.স.) : ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে প্রথম এক শিশুর জন্ম হয়েছে অরুণাচল প্রদেশে। আইভিএফ বিশেষজ্ঞ চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে তা সম্ভব হয়েছে। মা ও নবজাতক শিশু উভয়েই সুস্থ বলে সংশ্লিষ্ট হাসপাতালে সূত্রে জানানো হয়েছে।
ইটানগরে অবস্থিত নিবা হাসপাতালের জনৈক আধিকারিক জানিয়েছেন, আইভিএফ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জমসন বাগড়া এবং ডা. আশিস কালে, সিনিয়র এম্ব্রায়োলজিস্ট অশ্বিনী কালে গত এক বছর ধরে সম্মিলিত ভাবে এ ব্যাপারে কাজ করেছেন। গর্ভধারণের যাবতীয় প্রক্রিয়া নিবা হাসপাতালেই সম্পন্ন হয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, গত ২১ ফেব্রুয়ারি মহিলাটি গর্ভ ধারণ করেছিলেন। আজ তিনি ফুটফটে এক শিশুসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক পুরোপুরি সুস্থ, জানান আধিকারিকটি।