BRAKING NEWS

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন, গ্রেপ্তার তিন, উদয়পুর শহরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ অক্টোবর৷৷ শারদীয় দুর্গাপূজার ঠিক আগ মূহুর্তে পরিকল্পিতভাবে খুন হলো বছর ত্রিশের রাকেশ শর্মা উরফে শম্ভু নামে এক যুবক৷ আহত হয়েছেন নিহত যুবকের বাবা দীপঙ্কর শর্মা, ছোট ভাই বিশাল শর্মা, কাকা নির্মল শর্মা৷ ঘটনা গোমতী জেলার উদয়পুর মহাকুমার চন্দ্রপুর কলোনি এলাকার ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের আশ্রমটিলা এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে রাকেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খাসটিলা এলাকার মেঘনাথ দাস ও ওনার ছেলে সহ এলাকার মিহির দাস, বাপন দাস, বিমল দাস ও মৃনাল দাস৷ রাকেশ কে পূর্ব পরিকল্পিত ভাবে এলোপাতাড়ি ছুড়ি চালায় এবং কাঠার ফাইল দিয়ে আঘাত করে৷ রাকেশকে বাঁচাতে ওর বাবা- কাকা-ছোট ভাই এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে৷ এতে চারজনই আহত হয়৷ পরবর্তী সময়ে রাকেশ সহ সকলকে এলাকাবাসির সহযোগিতায় তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাকেশকে আগরতলা রেফার করেন৷ রাস্তায় রাকেশের মৃত্যু হয়৷ এই অবসরে মেঘনাথ দাস, ওনার ছেলে সহ এলাকার মিহির দাস, বাপন দাস ,বিমল দাস ও মৃনাল দাস পালিয়ে গা ঢাকা দেয়৷

এই দিকে এই মৃত্যুর ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র শোকের ছায়া নেমে আসে৷ মৃত রাকেশ শর্মার ছয় মাসের সন্তানও রয়েছে৷ রাকেশ মাঝে মাঝে ভগ্ণিপতির গাড়ি চালাতো এবং মাঝে মাঝে বাড়িতে একটি ছোট দোকান চালাতো৷ বাবা মিষ্টির দোকান এবং ইট ভাটায় লাকড়ির যোগান দিতো৷
এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদয়পুর মহাকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, রাধা কিশোর পুর থানার ওসি রাজিব দেবনাথ সহ পুলিশ কর্মীরা৷


শেষ প্রাপ্ত খবরে জানা গিয়েছে, অভিযুক্ত মিহির দাস, বাপন দাস, বিমল দাসকে পুলিশ গ্রেফতার করে এবং মৃনাল দাস এখনো পলাতক৷ বিকেলে রাকেশের মৃতদেহ বাড়িতেনিয়ে আসলে এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েন এবং এলাকার ৭নং কলোনি শ্মশানে রাকেশের সৎকার করা হয়৷ সমস্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মেঘনাথ দাস, ওনার ছেলে সহ মিহির দাস, বাপন দাস, বিমল দাস ও মৃনাল দাস সিপিএমের সমর্থক বলে পরিচিত৷ রাকেশের পরিবার বিজেপি সমর্থিত বলে শোনা যায়৷ এলাকায় রাজনৈতিক উত্তাপ থাকলেও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে৷ আর কে পুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে৷ যার নং ১৪৭/২০৷ মামলা হয়েছে আইপিসির ৩০২, ৩২৩ এবং ৩৪ ধারায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *