মুম্বই, ১৯ অক্টোবর (হি. স.): এনসিপি সুপ্রিমো তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার জানিয়েছেন, সাংবিধানিক পদের মর্যাদা বজায় রাখা একান্তভাবেই জরুরী। রাজ্যের ওসনামাবাদ জেলায় সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন তিনি। সোমবার শরদ পাওয়ার জানিয়েছেন, ১৯৫৭ সাল থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত হয়ে আসছে। নিজের সুদীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন ওই সময়ের মধ্যে বহু রাজ্যপালের সংস্পর্শে তিনি এসেছেন। প্রত্যেক রাজ্যপালই সাংবিধানিক পদ অক্ষুণ্ণ রেখে কাজ করে গিয়েছে। কিন্তু ভগৎ সিং কোশিয়ারি যেভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাতে করে এই সাংবিধানিক পদের গরিমা আহত হয়েছে। রাজ্যপালের চিঠির বয়ান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজ্যপালের এই চিঠিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভুল এবং অনাবশ্যক হিসেবে ব্যক্ত করেছেন। কিন্তু এরপরেও রাজ্যপাল নিজের পদে থেকে গিয়েছেন। ভগৎ সিং কোশিয়ারির যদি একটুও আত্মমর্যাদাবোধ থাকে তবে তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়াবেন।কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। কিন্তু কোনো পদক্ষেপ না নিলেও জনতা গোটা বিষয়টি দেখেছে।