ঢাকা, ১৮ অক্টোবর (হি.স.): বাংলাদেশের আসন্ন স্বাধীনতা দিবস (২৯২১ সালের ২৬ মার্চ)-এর উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার একথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন ।
রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে বৈঠক সেরে বেরিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ‘আমরা ওঁকে (নরেন্দ্র মোদী) আমন্ত্রণ জানিয়েছে এবং ভারত সরকার তাতে নীতিগত ভাবে রাজি হয়েছে। আমাদের জয় মানেই ভারতের জয়। আমাদের উচিত একসঙ্গে এই দিনটি পালন করা।’
এ ছাড়া তিনি জানিয়েছেন, আগামী ১৬ অথবা ১৭ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক হবে। তবে সেই আলোচনা সৌজন্যতামূলক হবে বলেই জানিয়েছেন বিদেশমন্ত্রী।
এ দিন ভারতীয় হাই কমিশনার ডোরাইস্বামীর সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন মোমেন। বিশেষ করে লাইন অফ ক্রেডিট নিয়ে দুই দেশের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
এ ছাড়া সীমান্তে প্রাণহানি নিয়েও তাঁদের কথা হয়েছে বলে জানিয়েছেন মোমেন। সমস্যার সমাধানে বিভিন্ন বিষয়ে আরও আলোচনা হবে বলে তিনি জানান।