মুম্বই, ১৮ অক্টোবর (হি. স.) : পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে ক্রমাগত ভারত নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পাশাপাশি নিজের সমর সম্ভার আধুনিকীকরণ করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় সামরিক বাহিনী।
রবিবার ভারতীয় নৌবাহিনী আরব সাগরে স্বদেশী স্টেলথ ‘ডেস্ট্রয়ার’ শ্রেণীর যুদ্ধ জাহাজ আইএনএস চেন্নাই থেকে ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে।সামরিক পরিভাষায় যাকে পিন ফায়ারিং বলা হয়।সেই অব্যর্থ ভাবে লক্ষ্য বস্তুর ওপর আঘাত এনেছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র।ভারতীয় সামরিক বিজ্ঞান গবেষণা সংস্থা ডিআরডিও বিগত এক মাসের মধ্যে দশটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে নজির গড়েছে।এদিনের সফল পরীক্ষার জন্য ভারতীয় নৌ বাহিনী এবং ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন রাজনাথ সিং।
উল্লেখ করা যেতে পারে, এর আগে ৩০ সেপ্টেম্বর ওডিশার উপকূলবর্তী শহর চাদিপুরে সুপারসনিক ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল ডিআরডিও। ইতিমধ্যে পূর্ব লাদাখে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।রয়েছে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে এবং চিন সাগরে চিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ক্রমাগত নৌবহরের উন্নতি করে চলেছে ভারতীয় নৌসেনা।