নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.): পূর্ব ভারতের অতিগুরুত্বপূর্ণ রাজ্য বিহার। বিধানসভা নির্বাচন উপলক্ষে এই রাজ্যে ক্ষমতা দখল করতে মরিয়া কংগ্রেস। আরজেডি সঙ্গে মহাজোট করে জেডিইউ- বিজেপি জোটকে হটাতে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যে দলের তাবড় বর্ষীয়ান নেতাদের প্রচারে নামিয়েছে শতাব্দীপ্রাচীন এই দলটি। এই তালিকায় নতুন সংযোজন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বিহারবাসীর কাছে দাবি জানিয়েছেন যে ভয়ের ঊর্ধ্বে উঠে আশা, বিভাজনের উর্দ্ধে একতা, মিথ্যার ঊর্ধ্বে সত্যকে বেছে নিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বিডন মার্কিনিদের ভয়ের ঊর্ধ্বে আশা, বিভাজনের ঊর্ধ্বে একতা, কল্পনার ঊর্ধ্বে বিজ্ঞান, মিথ্যার উর্ধ্বে সত্যকে বেছে নিতে বলেছেন। একইভাবে বিহার এবং অন্যান্য যেসব রাজ্যে বিধানসভা আসন উপনির্বাচন হচ্ছে সেখানকার বাসিন্দাদের এই পথে হাঁটার আহ্বান জানিয়েছেন চিদম্বরম। নিউজিল্যান্ডের নির্বাচনে জাসিন্ডা আর্ডার্নের বিপুল জয়কে গণতন্ত্রের প্রগতিশীল এবং মূল্যবোধের জয় হিসেবে অভিহিত করেছেন চিদম্বরম।