মুম্বই, ১৭ অক্টোবর (হি.স.): ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হল সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে। মামলা দায়ের হয়েছে মিঠুনের স্ত্রী ও মহাক্ষয়ের মা যোগিতা বালির বিরুদ্ধেও। মিঠুনের ছেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাতের অভিযোগ করেছেন বছর ৩৮-এর একজন যুবতী। পেশায় মডেল ওই যুবতী ওশিওয়াড়া থানায় মিঠুনের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত ও প্রতারণার মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করেন ওই যুবতী।
যুবতীর অভিযোগ, ২০১৫-২০১৮ সাল পর্যন্ত মহাক্ষয় চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। মহাক্ষয় তাঁকে বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিল। ২০১৫ সালে আন্ধেরি পশ্চিমের আদর্শ নগরে মহাক্ষয়ের ফ্ল্যাটেও গিয়েছিলেন ওই যুবতী। যুবতীর দাবি, ওই ফ্ল্যাটে যাওয়ার পর তাঁকে মাদক মেশানো সফট ড্রিঙ্কস খাইয়ে দেয় মহাক্ষয় এবং জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। যৌন মিলনের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই যুবতী। সে কথা মিমোকে জানান তিনি। বিয়ে করতে অস্বীকার করেন মিমো। গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন। তবে তাতে রাজি হননি ওই যুবতী। মিঠুন-পুত্র ওই যুবতীকে গর্ভপাতের জন্য ওষুধ খেতেও বলেন। নির্যাতিতার আরও অভিযোগ, মিঠুন জায়া যোগিতা বালিও তাঁকে হুমকি দেন।
অবশেষে বৃহস্পতিবার রাতে মিঠুনের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত ও প্রতারণার মামলা দায়ের করেছেন ওই যুবতী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩১৩ (মহিলার সম্মতি ছাড়া গর্ভপাত করানো)-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।