পাটনা, ১৬ অক্টোবর (হি.স.): বিহারে বিধানসভা নির্বাচনের খুব বেশি দিন আর বাকি নেই। এগিয়ে আসছে ভোটের দিন, করোনা-পরিস্থিতিতেই বিহারে ১২টি নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পাটনায় আয়োজিত এনডিএ-র সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশ। ফড়ণবিশ জানিয়েছেন, বিহারে ১২টি নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী। ২৩ অক্টোবর সাসারাম, গয়া এবং ভাগলপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর ২৮ অক্টোবর দারভাঙ্গা, মুজফ্ফরপুর, পাটনায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী। ২৮ অক্টোবরের পর, ১ নভেম্বর ছাপড়া, পূর্ব চম্পারণ এবং সমস্তিপুরে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। সবশেষে ৩ নভেম্বর পশ্চিম চম্পারণ, সহর্ষা এবং আরারিয়াতে জনসভা করবেন প্রধানমন্ত্রী।
দেবেন্দ্র ফড়ণবিশের সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও। রাষ্ট্রীয় জনতা দলকে কটাক্ষ করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, দুর্নীতি থেকে রাজনৈতিক নেতাদের বাঁচাতেই আরজেডির জন্ম। সেই সময় জনতা দলের মুখ্যমন্ত্রী ছিলেন, যখন তাঁর নাম বড়সড় দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায়, তখন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য চাপ দিতে থাকে দল, তখনই আরজেডির প্রতিষ্ঠা হয়।