BRAKING NEWS

কালামের জীবনাদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি হিসেবে হোক অথবা একজন বিজ্ঞানী হিসেবে, দেশের প্রগতিতে এ পি জে আব্দুল কালামের অদম্য অবদানকে দেশ কখনই ভুলতে পারবে না। প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামকে জন্মবার্ষিকীতে এভাবেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কালামের জীবনাদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায়।

১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন মিসাইল ম্যান এ পি জে আব্দুল কালাম। ২০০২-২০০৭ সাল পর্যন্ত দেশের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন তিনি।
বৃহস্পতিবার ৮৯ তম জন্মবার্ষিকীতে কালামকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জন্মজয়ন্তীতে কালামকে শ্রদ্ধার্ঘ্য। রাষ্ট্রপতি হিসেবে হোক অথবা একজন বিজ্ঞানী হিসেবে, দেশের প্রগতিতে এ পি জে আব্দুল কালামের অদম্য অবদানকে দেশ কখনই ভুলতে পারবে না। তাঁর জীবনাদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *