নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি. স.): সুপারসনিক মিসাইল অ্যাসিসটেড রিলিস টর্পেডো (স্মার্ট) ওয়েপন সিস্টেম পুরোপুরি তৈরি হয়ে গেলে ব্যাপক ভাবে উপকৃত হবে ভারতীয় নৌবাহিনী। বুধবার এই কথা জানিয়েছেন ডিআরডিও অধিকর্তা ড. জি সতীশ রেড্ডি।
এদিন তিনি জানিয়েছেন, স্মার্ট ওয়েপন সিস্টেম পুরোপুরি তৈরি হয়ে গেলে ভারতীয় নৌবাহিনী শত্রুপক্ষের ডুবোজাহাজের উপর অনেক দূর থেকে আঘাত হানতে পারবে।এই ধরনের প্রযুক্তিকে প্রথমবার ৫ অক্টোবর দেশের মাটিতে সাফল্যের সঙ্গে পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষা সফল হয়েছে।ডুবোজাহাজ ধ্বংসকারী টর্পেডোর পাল্লা থাকে সীমিত। সেই পাল্লাকে বর্ধিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে সুপারসনিক মিসাইল অ্যাসিসটেড রিলিস। সেই কারণেই এই প্রযুক্তিকে স্মার্ট বলা হয়। এই ধরনের প্রযুক্তি পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে গেলে এবং ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্তি হলে সমুদ্র যুদ্ধের শক্তি বাড়বে ভারতের।
উল্লেখ করা যেতে পারে পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে ক্রমাগত নিজের সামরিক প্রযুক্তি ও শক্তি বাড়িয়ে চলেছে ভারত। এই লক্ষ্যে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা হয়ে চলেছে।সামরিক শক্তির ক্ষেত্রে চিনকে পাল্লা দিতে ভারত যে সক্ষম তা এই পরীক্ষা থেকেই বোঝা যাচ্ছে।